সহবাস কি প্রসব বেদনা তরান্বিত করে?

আসলে সহবাস ও প্রসব বেদনা- এ দুয়ের মাঝে তেমন কোন সম্পর্ক নেই। সহবাস প্রসব বেদনা তরান্বিত করে- এমনটা সম্পূর্ণ ভুল ধারনা। যদিও অনেক আগ থেকেই আমাদের মাঝে এমন ধারণা বিদ্যমান।

এমনকি কিছু ডাক্তার, ধাত্রী ও গর্ভবতী নারীও এটা বলে এসেছেন যে, গর্ভাবস্থার শেষ দিকে সহবাস প্রসব বেদনা তরান্বিত করে। তাদের এই বক্তব্যের পেছনের যুক্তি হিসেবে উঠে এসেছে বীর্যে বিদ্যমান একধরনের হরমোনের কথা। এছাড়া অর্গাজমের (কামোত্তেজনা)সময়কালীন তলপেটে যে টান পড়ে তার ফলে সারভিক্স-এ (গলদেশ) অনুরনন হয়। কিন্তু গবেষনায় এমন কোন কার্যকর সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি।

প্রকৃতপক্ষে বিভিন্ন গবেষনায় দেখা গেছে গর্ভাবস্থার শেষ সপ্তাহে সহবাস না করা গর্ভবতীর তুলনায় সহবাস করা গর্ভবতীর প্রসব বেদনা দেরিতে উঠে। তবে এই গবেষনা এটা বুঝাচ্ছে না যে সহবাস প্রসব বেদনাকে বিলম্বিত করে বরং এই দুয়ের মাঝে কোন সম্পর্ক না থাকার কথাই গবেষকরা দৃঢতার সাথে ব্যক্ত করেছেন।

যেসব মহিলার গর্ভাবস্থায় কোন জটিলতা নেই এবং যাদের স্বাস্থ্য ভাল, পানি ভাঙার আগ পর্যন্ত গর্ভাবস্থায় সহবাসে তাদের কোন সমস্যা নেই। তবে এর ফলে এমনটা আশা করবেন না যে, এ সময় সহবাসের ফলে মুহুর্তেই আপনার প্রসব বেদনা উঠে যাবে। তবে জেনে রাখা উচিৎ পানি ভাঙার পর সহবাসের ফলে ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং এতে মা ও বাচ্চা দুইজনের জীবন ঝুঁকির মুখে পতিত হতে পারে।

কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় সহবাস ঝুঁকিতে ফেলতে পারে। সেসব জানা থাকা জরুরি। যেমনঃ

• পূর্বে অধিক গর্ভপাত হয়ে থাকলে।

• গর্ভাবস্থায় রক্তক্ষরণ হয়ে থাকলে।

• একের অধিক বাচ্চা গর্ভে থাকলে।

• জরায়ু মুখে প্লাসেন্টার অবস্থান হলে।

• পূর্বের সন্তানের ক্ষেত্রে প্রিম্যাচ্যুরিটির ঘটনা থাকলে।

• পানি ভাঙার পর।

এই নিয়ে আরও বিস্তারিত জানতে পড়তে পারেন আর্টিকেল গর্ভাবস্থায় সহবাস নিয়ে আপনার যা জানা প্রয়োজন ।

লেখাটি রিভিউ করেছেন –

ডাঃ মাশরুরা মাহজাবিন
MBBS
General Practioner, Trained Mental health counselor

ছবিঃ Freepik

লেখাটি কি আপনার উপকারে এসেছে?
হ্যানা