
মাতৃত্ব পাঠশালা শুরু করতে যাচ্ছে আপনাদের জন্য নতুন আয়োজন Ask Me Anything! এখানে আমরা বিভিন্ন বিষয়ের উপর এক্সপার্ট বা প্রাকটিশনারদের আপনাদের সামনে নিয়ে আসব ইনশাল্লাহ। আপনারা সংশ্লিষ্ট বিষয়ে বক্তাকে প্রশ্ন করবেন ও আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে বক্তা পরবর্তীতে একদিন লাইভে আসবেন।
এই আয়োজনে আমাদের প্রথম বিষয় হচ্ছে “হোমস্কুলিং”!
এই সাম্প্রতিক জনপ্রিয় বিষয়ে আপনাদের প্রশ্ন করতে পারেন ফারিহা আমাতুর রহমানকে। উনি মিশরে আল আযহার বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে বর্তমানে ঐ বিশ্ববিদ্যালয়েই আরবী ভাষা বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। গত আড়াই মাস যাবত উনার সাড়ে তিন বছরের মেয়েকে হোমস্কুলিং করাচ্ছেন এবং হোমস্কুলিং ও সর্বোপরি শিক্ষা নিয়ে নিজেকে প্রশিক্ষিত করার চেষ্টা করছেন বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বই পড়ার মাধ্যমে। উনি এই বিষয়ের উপর বেশ করেকটি ক্লাসিক্যাল ও জনপ্রিয় বই পড়েছেন। মাতৃত্বে উনার লেখা হোমস্কুলিং এর উপর সিরিজটি বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে।
আপনারা আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত এই পোস্টের কমেন্টে হোমস্কুলিং নিয়ে আপনাদের ছোট বড় যত প্রশ্ন আছে সব রেখে যেতে পারেন ফারিহা আমাতুর রহমানের উদ্দেশ্যে।
ইনশাল্লাহ আগামী ৩রা ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উনি পেইজ থেকে লাইভে আসবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে।
তো আর দেরী কেন? ঝটপট কমেন্টে লিখে ফেলুন হোমস্কুলিং নিয়ে আপনার মনের প্রশ্নটি!
You must be logged in to post a comment.