"লেবার নিয়ে সবিস্তার" ফ্রী ওয়েবিনার

আগামি ২৬শে জুলাই, শনিবার, সন্ধ্যা ৭:৩০ টায় লেবার ও লেবার রিলেটেড খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক, যেমন— লেবার স্টেজেস, লেবার সহজ করার জন্য সেসময় করণীয়-বর্জনীয়, ন্যাচারাল পেইন ম্যানেজমেন্ট টেকনিক, প্রেগনেন্সির সময় কিছু ডেঞ্জার সাইন, ইত্যাদি নিয়ে একটা ওয়েবিনার নিব ইংশাআল্লাহ্।

বেশ অনেকদিন হলো ইসরাত আপু তাগাদা দিচ্ছিলেন একটা ওয়েবিনার নেয়ার জন্য। নেই, নিচ্ছি করে স্টল করতে করতে ফাইনালি যখন অনেক এক্সাইটমেন্ট নিয়ে রেডি হলাম, আকস্মিক এমন একটা দুর্ঘটনা ঘটলো.. সারা দেশের মানুষই আমরা শোকে মূহ্যমান। রব্বুল ‘আলামিন মাফ করুন আমাদের, রহম করুন আমাদের উপর।

সব মিলিয়ে মন-মস্তিষ্ক একটু স্থির করতে ওয়েবিনারের ডেটটা পেছানো হয়েছে যেটা গত পরশু নিব বলে ঠিক করেছিলাম।

যাই হোক। আপুরা, আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। আপনারা সবাই জয়েন করবেন ইংশাআল্লাহ্, আপনাদের পরিচিত আপুরা যারা প্রেগনেন্ট আছেন, প্রেগনেন্সি প্ল্যান করছেন, অথবা এমনিই জানতে ইচ্ছুক, তাদের সবার সাথে শেয়ার করিয়েন। যে আপুদের লেবার পেইন নিয়ে মাথার মধ্যে অনেক ভয় ঢুকে আছে, আশা করছি ওয়েবিনার শেষে তাদের ভয় একটু হলেও কাটবে বি’ইজনিল্লাহ্।

ফ্রি ওয়েবিনার তবে রেজিস্ট্রেশন করতে হবে। সাথে ওয়েবিনার ও টপিক রিলেটেড যেকোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্ট বক্সে বলতে পারেন। চেষ্টা করব ইংশাআল্লাহ্, বি’ইজনিল্লাহ্ সেগুলা অ্যাড্রেস করার।

লাস্টলি, দু’আর দরখাস্ত রইল আপুরা। যে উপকারী জ্ঞান আল্লাহ্ সুব’হানাহু ওয়া তা’য়ালা আমাকে অর্জন করার তাওফিক্ব দিয়েছেন, তার দ্বারা একটু হলেও যেন কারো উপকার হয়, রব্বুল ইজ্জাহ্ যেন তাওফিক্ব দেন, বারাকাহ দান করেন।

ওয়াসসালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্! 🫶🏻

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জুলাই ২৪, ২০২৫