মাতৃত্ব’র কোর্সের স্কলারশীপ গ্রহীতাদের জন্য দান করুন। আপনার দানকৃত টাকার অংক যাই হোক না কেন মাতৃত্ব সমপরিমাণ অর্থ যোগ করবে।

লাইভ ক্লাসের ব্যাচ বা রেকর্ডেড কোর্সে প্রতিনিয়ত স্কলারশিপের অনুরোধ পাই আমরা, এবং সেগুলোকে সম্মান করার যথাসাধ্য চেষ্টা থাকে। স্টুডেন্টের আর্থিক অবস্থা বুঝে বিভিন্ন পরিমাণে স্কলারশিপ দেয়া হচ্ছে আলহামদুলিল্লাহ।

এই দানের প্রচেষ্টায় আমাদের কমিউনিটিকে যুক্ত করতে এই “দান হোক দ্বিগুন” প্রজেক্ট। যে কেউ এই প্রজেক্টে সাধারণ দান-সাদাকাহ দিতে পারেন। তবে অবশ্যই যাকাতের অর্থ দিবেন না।

এই প্রজেক্টের জন্য নির্ধারিত কোর্সগুলোর হলোঃ

১) অনলাইন প্রিনাটাল কোর্স
২) শিশুর সলিড খাবার কোর্স
৩) মা হওয়ার আগে মেয়েদের পুষ্টি কোর্স

উপরের ৩টা কোর্স-ই একধরনের লাইফস্কিল, তাই দানের মাধ্যমে আপনি একজন নারী বা মা’কে অসাধারণ এহসান করার সুযোগ পাচ্ছেন।

শর্তাবলী

১. দানগ্রহীতা কে হবেন সেটা নির্ধারণ করবে মাতৃত্ব টীম। স্কলারশীপ পেতে চান এমন স্টুডেন্টদের তালিকা থেকে গুরুত্ব ও আবেদনের সময়ের ভিত্তিতে আমাদের ম্যানেজমেন্ট টীম এটা ঠিক করবে।
২. যাকাতের অর্থ এই খাতে প্রদান করবেন না।
৩. এই কার্যক্রমের বিভিন্ন তথ্য (দানকৃত অর্থ ও সুবিধাভোগিদের সংখ্যা) আমরা নিয়মিত প্রকাশ করবো।

প্রক্রিয়া

নিচের ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরনের পর কনফার্মেশন মেইল পাবেন। আপনার বিশেষ কিছু জানার থাকলে মাতৃত্ব পেইজে নক করতে পারেন।

ফর্ম পূরণের সময় ভাল মতো চেক করে তথ্যগুলো পূরণ করুন।