কল্পনা করুন, আপনার কোল জুড়ে নতুন অতিথি আসার সময় আর মাত্র কয়েক দিন বাকি। আপনার মনে নিশ্চয়ই প্রসব সংক্রান্ত অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আর অজানা আতঙ্ক কাজ করছে!
- "প্রসব প্রক্রিয়ার ৫টি গুরুত্বপুর্ন উপাদান"
- "জেনে বুঝে সিদ্ধান্ত নেয়া"
- "প্রসবের প্রস্তুতি কেন নিব?"
ঠিক যেমন বড় কোনো পরীক্ষার আগে আমরা প্রস্তুতি নিই, জীবনের এই সবচেয়ে বড় পরীক্ষার জন্যও চাই সঠিক গাইডলাইন। দীর্ঘ ৯ মাসের যাত্রার শেষ মুহূর্তটা যেন দুশ্চিন্তায় না কেটে আত্মবিশ্বাসের সাথে কাটে, সেজন্যই আমরা পাশে আছি।
সঠিক শারীরিক ও মানসিক প্রস্তুতি আপনাকে কেবল প্রসবের কষ্ট কমাতেই সাহায্য করবে না, বরং আপনার সন্তানের জন্যও আপনি হতে পারবেন এক আত্মবিশ্বাসী মা।
এইসব খুঁটিনাটি প্রশ্নের সঠিক এবং বিজ্ঞানসম্মত উত্তর নিয়ে কথা বলেছেন চাইল্ডবার্থ এডুকেটর এবং দৌলা, আফিফা রায়হানা।
এই সেশনে খোলামেলা আলোচনা হবে যেসব বিষয় নিয়ে-
✅ লেবারের ৫টি P।
✅ জেনে বুঝে সিদ্ধান্ত নেয়ার BRAIN ফ্রেমওয়ার্ক
✅ কেন ও কীভাবে প্রসবের প্রস্তুতি নিতে হয়
অযথা ভয় না পেয়ে, সঠিক তথ্যের মাধ্যমে নিজেকে তৈরি করুন। মাতৃত্ব হোক সহজ এবং আনন্দময়।
