প্রেগনেন্সি নিয়ে শত প্রশ্নের উত্তর

আপনারা কি জানেন, মেডিকেল বইপত্র অনুযায়ী একজন মেয়ের জন্য গর্ভধারণের আদর্শ বয়স কত, এবং বয়সের এই নির্দিষ্টতার পেছনের কারণ কী?

মা হওয়ার পূর্বে হবু মায়েরও যে কিছু অবশ্যকরণীয় আছে, কিছু পূর্বপ্রস্তুতি আছে, এবং সেগুলো কী কী— তা কি জানা আছে আপনাদের?

অথবা, ফার্টাইল উইন্ডো নিয়ে কি আপনাদের ধারণা পরিষ্কার আছে

কিংবা, প্রেগনেন্সি টেস্ট? কখন ও কীভাবে করবেন এটা?

এছাড়া, কুরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’য়ালা আমাদেরকে শিখিয়েছেন সন্তানের জন্য দু’আ করতে। তবে আপনারা জানেন কি, সেই দু’আগুলো কী কী?

প্রি-প্রেগনেন্সি সম্পর্কিত খুবই বেসিক, তবে বহুল জিজ্ঞাসিত এমনই কিছু টপিক এবং আরও কিছু টুকিটাকি বিষয় নিয়ে ইংশাআল্লাহ্ অনলাইনে প্রথমবারের মতো আলোচনা করবেন আমাতুল্লাহ অদ্রি, আমানি চাইল্ডবার্থ এডুকেটর ও ডুলা ট্রেইনি!

এই আলোচনার বেশিরভাগই হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। তবে যারা জানেন না, আশা করি তথ্যগুলো কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে, বিইজনিল্লাহ্।

আলোচনা শোনার জন্য আপুরা আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।

ফ্রি সেশন, তবে রেজিস্ট্রেশন করতে হবে।
সময়: ২৪শে ফেব্রুয়ারি, সোমবার, সন্ধ্যা ৭ টায়।

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫