দৌলার কাছে শুনুন বার্থ স্টোরি

নাজমার প্রসববেদনা উঠেছে ভোর রাত থেকে। এটা তার দ্বিতীয় প্রেগন্যান্সি । সে হিসেবে সবকিছু সহজ হওয়ার কথা । কিন্তু লেবার বেশ দীর্ঘ হওয়ায় শেষের দিকে গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল, অথচ সেটা তার পুশ করার সময় । এদিকে বার্থ ক্যানালে বাচ্চা!

প্রসবকারী এই মা'কে সঙ্গ দিচ্ছিলেন আমাদের দৌলা ইন্টার্ণ নাসরিন সুলতানা ।

কী হয়েছিল শেষ পর্যন্ত? নাজমা কি সুস্থভাবে সন্তান প্রসব করতে পেরেছিল? টিয়ার হয়েছিল কি? সন্তান সুস্থ ছিল তো?

প্রায় সাত ঘন্টা ধরে কীভাবে নাজমাকে কোচ করলেন আমাদের দৌলা ইন্টার্ণ? অফলাইন ডুলা সেবা কেমন হয়? কী কী চ্যালেঞ্জ ছিল?

এই সবকিছুর উত্তর নিয়ে আমানিবার্থ CBE & Doula ট্রেইনি ও আমাদের দৌলা ইন্টার্ণ নাসরিন সুলতানা আসছেন অফলাইনে তার প্রথম দৌলা সেবার গল্প শোনাতে

শুধু নারীদের জন্য এই সেশন। আপনার যদি এর মাঝে এক্সেস থাকে, তাহলে নিচের গুগল বা ইয়াহু বাটনে ক্লিক করে লগিন করলে সেশনটির রেকর্ড দেখতে পারবেন।

ফ্রী সেশন - নারীদের জন্য Membership Required

You must be a ফ্রী সেশন - নারীদের জন্য member to access this content.

Already a member? Log in here

এছাড়া এই ফরম পুরন করে এক্সেস রিকোয়েস্ট করতে পারেন।

আরো জানুনঃ মাতৃত্ব দৌলা সেবা

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫