মাতৃতে বাবার ভূমিকা কেমন হবে এটা নিয়ে কথা বলতে গিয়ে সাপোর্টিভ বাবারা কয়েকভাবে তাদের স্ত্রীদেরকে হেল্প করেছেন বলে জানিয়েছেন।
১. এক বাবা বলেছেন তিনি তার ওয়াইফের প্রেগনেন্সিকে own করেছেন। “আমি বলতাম না আমার ওয়াইফ প্রেগন্যান্ট, বরং বলতাম We are pregnant”। বলতেই হয় অসাধারণ অ্যাপ্রোচ।
২. একজন তার ওয়াইফকে শিখিয়েছেন কিভাবে “Negative self-talk” থেকে বেঁচে থাকা যায়। কারণ তিনি মনে করেন নেগেটিভ সেল টক প্রেগনেন্সির Outcome কে প্রভাবিত করবে।
৩. অন্য এক বাবা জানিয়েছেন, প্রসব পরবর্তী শারীরিক পরিবর্তন যেন মানসিক হীনমন্যতার কারণ না হয়,সেজন্য তিনি নিয়মিত তার স্ত্রীকে আশ্বস্ত করতেন।
যেসব বাবাদের গল্প বললাম আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এঁরা বিরল। এজন্য আমাদের মায়েদের Birthing Experience এবং পোস্ট-পারটাম সময় ভালো কাটেনা।
প্রায়শই আমাদের কমিউনিটি গ্রুপগুলোতে এবং পেইজের ইনবক্সে এরকম ভুক্তভোগী অনেক মায়েদের কষ্টের কথা জানতে পারি, যাদের মনোদৈহিক সহায়তা (intervention) দরকার হয়।
মাতৃত্ব’তে আমাদের অন্যতম কমিটমেন্ট হল, মায়েদের সন্তান জন্মদানের অভিজ্ঞতাকে উন্নত করা এবং তাদের পোস্ট-পারটম সময়ে সাপোর্ট দেয়া। এর অংশ হিসেবে আমরা চালু করছি মেন্টাল হেলথ কাউন্সেলিং সেবা।

আমাদের কাউন্সিলিং সেবার অন্যতম বৈশিষ্ট্যগুলো হলোঃ
১. গোপনীয়তাঃ ক্লায়েন্টের সকল তথ্য মেন্টাল হেলথ কাউন্সিলর এবং ক্লায়েন্টের মাঝেই থাকবে, অন্য কেউ সেসব তথ্য জানবে না এবং সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হবে।
২. নন-জাজমেন্টালঃ সহায়তা প্রত্যাশী মায়ের ব্যাপারে মেন্টাল হেলথ কাউন্সিলর কোনরকম জাজমেন্ট করবেন না এবং ভুক্তভোগী মায়ের সর্বোচ্চ কল্যাণার্থে সঠিক পরামর্শ প্রদান করবেন।
৩. সাশ্রয়ী সেবাঃ প্রথম কাউন্সেলিং সেশন ফী ৫০০টাকা এবং পরবর্তী সেশনগুলোতে ফী ৪০০টাকা। এছাড়া উদ্বোধনী ছাড় তো থাকছেই!
এ সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে আমাদের পেইজের ইনবক্সে নক করুন
https://m.me/matritto
https://wa.me/8801531717002
https://t.me/matritto_support
You must be logged in to post a comment.