৩ বছরের তালহা কথা বলে না। একদমই বলে না। তার মা কিছুটা ইন্ট্রোভার্ট হওয়াতে বাচ্চার সাথে কি বলবে কি না বলবে বুঝতে পারে না। বান্ধবীর কাছে জানতে পেরেছিলো হোমস্কুলিং এর বিষয়ে৷ খোঁজ পেয়েছিলো Sparkle Homeschool এ কোয়ালিটি টাইম স্পেন্ড করার মত অনেক কন্টেন্ট দেওয়া হয়। একটু দেখি না কি হয়! ভেবেই জয়েন করা! আলহামদুলিল্লাহ ৬ মাস পর তালহার কথার জ্বালায় এখন আর কেউ টিকতে পারে না! তালহার আম্মু নিয়মিত ওয়ার্কশীট গুলো নিয়ে বসতো বাচ্চার সাথে আর Sparkle এর মান্থলি প্ল্যান এ দেওয়া টপিক এর উপর অনেক অনেক কথা বলতো!
২ বছরের মাইশা শুধু কান্নাকাটি করে আর জেদ দেখায়। ওর আম্মুর বিজনেস এর জন্য একদমই সময় দিতে পারে না। একদিন ওর আম্মু সিদ্ধান্ত নিলো ব্যবসা পরে! আগে সন্তানকে সময় দিয়ে পরে আবার রি স্টার্ট করা যাবে। কিন্তু হোমস্কুলিং এর নাম তো শুনেছে আর বাকি কিছুই বুঝতে পারছিলো না! Sparkle Homeschool এর পোস্ট ফলো করে করেই যা শেখা!
অনেক জেনে বুঝে শুরু করলেন হোমস্কুলিং। মাইশা এখন ৩.৫ বছর বয়স, ছোট ছোট ইংলিশ ওয়ার্ডগুলো রিডিং পড়তে পারে! আর খুবই ধীরস্থির এবং ম্যানেজেবল একটা বাচ্চা! রাফিয়া আপু খুবই অস্থির ছিলেন বাচ্চাকে এতো ওয়ার্কশীট দেই এতো ছবি দেখাই প্রশ্ন করলে একটাও উত্তর দেয় না! Sparkle Homeschool থেকে ছিলো ছোট্ট একটা টিপস! সেটা ফলো করেই ৪ মাস পর রাফিয়া আপু রিপ্লাই দিলেন, আপুউউউ! বাবু এখন সারাদিন যা যা শিখিয়েছি সবই বলে!
উপরের দুটো বাস্তব গল্প যেন Tip of the iceberg! বিগত কয়েক বছরে আমাদের হোমস্কুলিং ইনিশিয়েটিভে যুক্ত প্রায় সব অভিভাবকদের অভিজ্ঞতা এরকমই। কোভিড সহ বর্তমান নানা বাস্তবতা আমাদের মা-বাবাদের হোমস্কুলে আগ্রহী করে তুলছে। তাদের কাছে থেকে সচরাচর পাওয়া নানা প্রশ্নের উত্তর এই লেখা। আশা করছি ক্রমাগত হালনাগাদ করতে পারবো এই লেখা।
হোমস্কুলিং (Homeschooling) নিয়ে প্রশ্নোত্তর
হোমস্কুলিং টা আসলে কি?
হোমস্কুলিং আসলে বাসায় অভিভাবকদের নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে একটি স্ট্রাকচার্ড কারিকুলাম এর মাধ্যমে বাচ্চাদের পড়ানোকে বোঝায়।
নির্দিষ্ট নিয়ম বলতে আপনি কি বোঝাচ্ছেন?
নির্দিষ্ট নিয়ম বলতে আসলে একদিন পড়ালাম একদিন পড়ালাম না এমন যেন না হয়, স্কুলে গেলে যেমন প্রতিদিন যেতে হতো হোমস্কুলিং বাচ্চাকেও একটা নির্দিষ্ট রুটিন অনুসারে পড়াতে বসাতে হবে।
তাহলে স্ট্রাকচার্ড কারিকুলাম কী?
স্ট্রাকচার্ড কারিকুলাম হলো বাচ্চার বয়স এবং মেধা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য একটা কারিকুলাম ফরম্যাট তৈরি করে নেওয়া যেটা দেখে বোঝা যাবে বাচ্চাকে আমি কতটুকু কী শেখাবো।
এই কারিকুলাম কী যে কেউ তৈরি করতে পারবে?
ছোট ক্লাসের জন্য অনেকেই তৈরি করে নিতে পারবে। শুধু তার আইডিয়া থাকতে হবে যে সে কোন কারিকুলামের উপর বেইস করে নিজের কারিকুলাম টা তৈরি করবে? ন্যাশনাল কারিকুলাম নাকি কেম্ব্রিজ অথবা এডেক্সেল কারিকুলাম। কারিকুলাম সম্পর্কে অবশ্যই তার অল্পবিস্তর স্টাডি করে নিতে হবে। শিক্ষা ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে সেটা আরো কাজে লাগাতে পারবে।
আর যদি কেউ নিজে থেকে কারিকুলাম তৈরি করতে না পারে?
তাহলে যারা কারিকুলাম তৈরিতে এক্সপার্ট তাদের সাহায্য নেবে অথবা হোমস্কুলিং সাপোর্ট দেয় (যেমন স্পার্কল হোমস্কুল) এমন কারো হেল্প নিবেন।
কারিকুলাম এবং রুটিন তৈরি করলে কি কাজ শেষ?
না কারিকুলাম এবং রুটিন তৈরি করার পর প্রতি মাসে কতটুকু পড়াতে হবে সে অনুযায়ী একটা মান্থলি প্ল্যান থাকতে হবে এবং সেটার উপর বেইস করে টিচিং ম্যাটেরিয়ালস ও তৈরি করতে হবে।
টিচিং মেটেরিয়ালস কিভাবে তৈরি করা যেতে পারে?
মানসম্মত টিচিং ম্যাটেরিয়ালস তৈরীর জন্য বেশ লম্বা একটা সময় রিসার্চ করতে হবে। বয়স উপযোগী রিসোর্সেস কোথায় পাওয়া যায় এবং সেখানে খরচ কেমন পড়বে এসব স্টাডি করার মাধ্যমে নিজের বাচ্চার উপযোগী টিচিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে অথবা কিনে ফেলতে হবে।
ও মা এতো কাজ! আচ্ছা কেউ যদি টিচিং ম্যাটেরিয়ালস তৈরি করতে না পারে?
তাহলে তিনি হোমস্কুলিং সংক্রান্ত সার্ভিস দেয় এমন কোন প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজে স্পার্কেল হোমস্কুল নামে এমন একটি উদ্যোগ চালাই। আমাদের সদস্য হয়ে আপনি হোমস্কুল সংক্রান্ত যেকোন সাপোর্ট পাবেন।
হোমস্কুলিং করলে বাচ্চাকে কি নির্দিষ্ট কোন বই থেকেই পড়াতে হবে?
মোটেও না! হোমস্কুলের অর্থ হলো বাচ্চা বাসায় থেকে শিখছে। সে ক্ষেত্রে মনে রাখতে হবে বাচ্চার জীবনের প্রত্যেকটা দিনই সে শিখবে এবং এবং সে দুচোখ দিয়ে যে দুনিয়াটা দেখবে পুরো দুনিয়াটাই তার ক্লাস রুম হয়ে যাবে এবং এই ক্লাস রুম থেকে শেখানোর দায়িত্ব বাবা-মায়ের অথবা দায়িত্বপ্রাপ্ত কারো উপর থাকবে।
হোমস্কুলিং এর কারণে বাচ্চারা নাকি মানুষের সাথে মেলামেশা করতে পারেনা? সামাজিকতা নষ্ট হয়?
এটা একদমই ভুল কথা। হোমস্কুলিং বাচ্চারা সামাজিকভাবে অনেক এগিয়ে যেতে পারে যদি প্যারেন্টসরা সে ব্যাপারে বিশেষ খেয়াল বা যত্ন নেয়। যেমন হোমস্কুলিং বাচ্চারা সারাক্ষণ বাসায় থাকছে তারা তাদের কাজিন বা ভাই-বোনদের সাথে অনেক কিছু করতে পারে। অনেকটা সময় পার করতে পারে। সে তার প্রতিবেশীর সাথে প্রতিদিন নিয়মিত দেখা করতে পারে এবং তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারে। সমবয়সী অনেক বাচ্চাদের সাথে মেলামেশার জন্য সাপ্তাহিক ভাবে কারো বাসায় বেড়াতে যেতে পারে অথবা পার্কে বা মাঠে খেলা করতে যেতে পারে। আমাদের মনে রাখাটা জরুরী যে সামাজিকতা বলতে কিন্তু জাস্ট একসাথে কোন গেদারিং করা না। সামাজিকতা বলতে সমাজের প্রতি যে দায়িত্ব আছে মানুষের প্রতি যে দায়িত্ব আছে সেটা শেখা এবং সেটা পালন করা। হোমস্কুলিং বাচ্চারা স্কুলের বাচ্চাদের থেকেও এই সুযোগগুলো অনেক বেশি পেতে পারে যদি প্যারেন্টস এই দিকে বিশেষভাবে খেয়াল রাখেন।
হোমস্কুলিং করা বাচ্চারা কি পড়ালেখার দিকে স্কুলের থেকে পিছিয়ে যায়?
রিসার্চ বলে হোমস্কুলিং করা বাচ্চারা স্কুল গোয়িং বাচ্চাদের তুলনায় অনেক বেশি মেধা সম্পন্ন হয়ে থাকে কেননা তারা একটা বিরাট সময় পায় পড়ালেখার জন্য এবং তাদেরকে বিশেষ কেয়ার নিয়ে লেখাপড়াটা শেখানো হয়ে থাকে যেটা স্কুলে বা কোচিং সেন্টারে অনেক মানুষের ভীড়ে সম্ভব হয় না।
কেউ যদি স্কুলের পাশাপাশি হোমস্কুলিং করাতে চায় সেটা কী সম্ভব?
অবশ্যই সেটা সম্ভব যদি স্কুলে অতিরিক্ত প্রেসার না থাকে। স্কুলের পাশাপাশি হোমস্কুলিং করালে যে বিষয়গুলোতে বাচ্চা দুর্বল থাকে সে বিষয়গুলোতে একটু ভালোভাবে টেককেয়ার করা যায় এবং যে বিষয়গুলোর প্রতি বাচ্চার ইন্টারেস্ট অনেক বেশি সেই বিষয়গুলো বিশেষ যত্ন নিয়ে আরো বেশি ভালো করানো সম্ভব।
হোমস্কুলিং করালে বাচ্চার অথবা প্যারেন্টস এর কী কী উপকার হতে পারে?
হোমস্কুলিং এর সবচেয়ে বড় যে উপকার সেটা হলো বাচ্চার সাথে প্যারেন্টস এর একটা দৃঢ় বন্ধন তৈরি হয়। কোয়ালিটি টাইম কাটানোর মাধ্যমে বাচ্চারা যেমন বাবা-মাকে চিনতে শিখে বাবা-মাও বাচ্চাকে অনেকটা বুঝতে পারে। এতে করে একে অপরের সাথে বন্ডিংটা দৃঢ় হয়ে। সেই সাথে বাচ্চার পছন্দকে গুরূত্ব দিয়ে তার মেধার প্রতি যত্ন নেওয়া যায়।
এই লেখাটি কি আপনার উপকারে এসেছে? তাহলে আরো নতুন লেখা নিয়ে আসার জন্য আর্থিকভাবে কন্ট্রিবিউট করুন। যেকোন পরিমাণ দান করতে পারেন এই বিকাশ লিংকের মাধ্যমে
আপনর প্রশ্ন, পরামর্শ বা কোন চিন্তা সমমনা অন্যান্য মা, বা হবু মা'র সাথে ভাগাভাগি করে নিতে আমাদের
ফেসবুক গ্রুপে যোগ দিন। গ্রুপটি শুধুমাত্র মহিলাদের জন্য।