উত্তর দিয়েছেন এলিজাবেথ রাজন, এমডি

যদিও চুইংগাম বানাননো হয়েছে চিবানোর জন্য,গিলে ফেলার জন্য না, তবে কেউ ভুলক্রমে কালেভদ্রে গিলে ফেললে সেটা তেমন সমস্যার ব্যাপার না।

এমন অনেক চলতি কথা আমরা শুনি যে গিলে ফেলা চুইংগাম আমাদের পেটে ০৭ বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে। এধরনের গালগল্পের তেমন ভিত্তি নেই। আপনি চুইংগাম গিলে ফেললে আপনার শরীর এটি হজম করতে পারে না এটা ঠিক, তবে সেই চুইংগাম আপনার পেটে বসে থাকে না। বরং চুইংগাম আপনর পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে নিরাপদে চলে যায় এবং পায়ুপথ দিয়ে আপনার শরীর থেকে বের হয়ে যায়।

খুব বিরল ক্ষেত্রে অনেক বেশি চুইংগাম গিলে ফেললে সেটা শিশুর অন্ত্রে জমা হয়ে কোষ্ঠকাঠিন্যের মতো অবস্থা তৈরি করতে পারে। তাই বাচ্চাদের ক্ষেত্রে ঘন ঘন চুইংগাম গিলে ফেলা বন্ধ করতে হবে।

এলিজাবেথ রাজন, এমডি

তথ্যসূত্র

১. মেয়োক্লিনিকের প্রশ্নোত্তর