বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর দুধ-মা ছিলেন বিবি হালিমা(আ)। তিনি শিশুকালে পূর্ণ দুই বছর হালিমা(আ)-এর দুধ পান করেন এবং তার পরিবারের সাথে থাকেন আরও কয়েক বছর। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হালিমা(আ)-কে আজীবন দুধ মায়ের মর্যাদা দিয়েছেন এবং উনার স্বামী-সন্তানদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “রক্ত সম্পর্কের কারণে যারা মাহরাম, দুধ পানের কারণেও তারা মাহরাম (বিয়ের জন্য নিষিদ্ধ)।” (বুখারি ২৬৪৫, মুসলিম ১৪৪৭)
এই প্রজেক্ট কাদের জন্য?
আমাদের সমাজে এমন অনেক শিশু আছে যারা বিভিন্ন কারণে মায়ের থেকে দুধ খেতে পারে না বা মা তাদের খাওয়াতে পারেন না। অন্যদিকে এমন অনেক মা আছেন যারা অধিক পরিমাণে দুধ উৎপাদন করেন এবং অন্য বাচ্চাকে দিতে আগ্রহী। “দুধ-মা প্রজেক্ট” এর উদ্দেশ্য এ সকল মা ও শিশুদের মাঝে যোগাযোগ করিয়ে দেয়া। এ লক্ষ্যে আমরা মাতৃত্ব ওয়েবসাইটে দুইটি ফর্ম পূরণের সুযোগ রাখছি। একটি দুধ-মা হতে আগ্রহী মায়েরা পূরণ করবেন অন্যটি যে সকল শিশুদের বুকের দুধ প্রয়োজন তাদের অভিভাবকেরা পূরণ করবেন। “দুধ-মা প্রজেক্ট”-এর টিম আগ্রহীদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ফর্মে দেয়া তাদের তথ্য রি-চেক করে নিবে। এরপর ফর্মে দেয়া তাদের তথ্য ডাটাবেসে সংরক্ষণ করে রাখবে। উপযুক্ত দুধ-মা বা শিশু থাকলে তাদের মাঝে যোগাযোগ করিয়ে দিবে। দুধ সংরক্ষণ ও সংগ্রহের কাজটি আগ্রহী পক্ষদের করতে হবে। ডাটাবেজ থেকে প্রাপ্ত তথ্য দুই পক্ষকে নিজেদের উদ্যোগে যাচাই করে নিতে হবে।
ডোনার মাকে যেমন হতে হবে
যে মা দুধ ডোনেট করবেন তিনি ধুমপান করতে পারবেন না। মাদক সেবন করতে পারবেন না। এলকোহল (দৈনিক নূন্যতম দুই আউন্স পরিমাণ) পান করতে পারবেন না। ক্যাফেইনযুক্ত পানীয় (দৈনিক তিন বার) পান করতে পারবেন না। বিগত ১২ মাসে মায়ের কোন অংগ বা টিস্যু ট্রান্সপ্লান্ট করা যাবে না।
নবজাতকের জন্য বিষাক্ত বলে পরিচিত এবং বুকের দুধের মাধ্যমে নিঃসৃত হতে পারে এমন তেজষ্ক্রিয় বা অন্য কোন ওষুধ সেবন করতে বা রাসায়নিক পরিবেশে উন্মুক্ত থাকতে অথবা মেগা ডোজের ভিটামিন খেতে পারবেন না। নিপল বা নিপলের চারপাশের বৃত্তাকার অংশে মাসটাইটিস বা ফাংগাল ইনফেকশন, বক্ষঃস্থলে সক্রিয় হারপিস সিমপ্লেক্স বা ভেরিসেলা যোস্টার ইনফেকশন থাকতে পারবে না। মা HIV, HTLV, Hepatitis B বা C অথবা Syphilis পজেটিভ হতে পারবেন না। মা বা তার স্বামী HBV, HIV, HCV বা অন্য কোন যৌনব্যাধিমুক্ত হতে হবে বা যে কোন একজনের বিগত ১২ মাসে এমন কোন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা নেগেটিভ হতে হবে।
মায়ের কোন যৌনব্যাধি আছে কি না সেটা বোঝার জন্য তাকে একবার রক্ত পরীক্ষা করাতে হবে। এই কাজটা যখন উপযুক্ত দুধ-গ্রহনকারী শিশু পাওয়া যাবে তখন সেই শিশুর অভিভাবক করবেন। এজন্য আমাদের টিমের একজন ডাক্তার অনলাইনে শিশুর অভিভাবককে মায়ের রক্তে Hepatitis b,c, HIV, cbc পরীক্ষা করানোর জন্য প্রেসক্রিপশন দিবেন। এসব পরীক্ষা করাতে খরচ পড়তে পারে ২৫০০-৩০০০/- টাকা। নিজ শিশুর নিরাপত্তার খাতিরে শিশুর অভিভাবক ডোনার মায়ের এই পরীক্ষাগুলো নিজ উদ্যোগেই করাবেন। মাকেও এই বিষয়ে সহযোগিতা করতে হবে যেহেতু এখানে শিশুর নিরাপত্তার প্রশ্ন জড়িত এবং এতে তিনিও বিনামূল্যে রক্ত পরীক্ষা করিয়ে ফেলতে পারবেন। শিশুর অভিভাবক মায়ের স্বামীর জন্যও এই পরীক্ষাগুলো করাতে পারেন। দুধ গ্রহন করার পুরোটা সময় ডোনার মা যদি অসমর্থ হন এবং শিশুর অভিভাবক সামর্থ্যবান হন তাহলে তাকে প্রয়োজনীয় ক্যালশিয়াম ও ভিটামিন সাপ্লিমেন্ট উপহার দিতে আমরা উৎসাহিত করব।
ডকুমেন্ট প্রদান
পরীক্ষা-নিরীক্ষার পর প্রথমবার দুধ সংগ্রহের পর আমাদের টিম দুই পক্ষকেই ডিটেইলস সম্বলিত ডকুমেন্ট ইমেইল ও ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। এভাবে তাদের পরিচয় ডাটাবেসে সংরক্ষিত রাখার কারণে কোন মহিলা কোন শিশুর দুধ-মা তা সহজেই চিহ্নিত করা যাবে। তারা নিজেদের মাঝে যোগাযোগ বজায় রাখলে তাদের মাঝে সুন্দর আত্মীয়তার বন্ধন সৃষ্টি হতে পারে যা বড় হওয়ার পর শিশুটিকে আনন্দ ও নিরাপত্তার অনুভূতি এনে দিবে। এভাবে দুধ-মায়ের ইসলামিক ঐতিহ্য পুনর্জাগরিত হবে। পরবর্তীতে এই শিশু ও দুধ-মায়ের মাঝে যে মাহরামের সম্পর্ক স্থাপিত হবে তা সংরক্ষণ করতে সুবিধা হবে। ধর্মীয় কারণ ছাড়াও মাহরামের সম্পর্ক বজায় রাখা এই জন্য জরুরী যে দুধ ভাই-বোনের মাঝে বিয়ে হলে তাদের সন্তানদের অনেক মেটাবলিক অসুখ হওয়ার সম্ভাবনা থাকে।
আগ্রহী পক্ষদের প্রদান করা বিস্তারিত তথ্য আমরা নিজেদের কাছে জমা রাখব ও ডোনার বা শিশুর অভিভাবক পক্ষের কাছে প্রয়োজনমতো প্রকাশ করব। ফর্মের বিস্তারিত তথ্য উন্মুক্ত করা হবে না।
পরিশেষে
ফর্ম পূরণে আগ্রহী মুসলিমদের অবশ্যই ইসলামের দুধ-মায়ের বিধান মেনে চলার মানসিকতা থাকতে হবে। আমাদের কার্যক্রমের ব্যপারে দেশের প্রথম সারির আলেম ড. মানযুরে এলাহি, ড. আব্দুস সালাম আযাদি, ড. আবুল কালাম আযাদ, শাইখ আহমাদুল্লাহ অবগত আছেন। আমাদের টিমে শিশুরোগ বিশেষজ্ঞসহ কয়েকজন ডাক্তার আছেন। এটি একটি অলাভজনক প্রজেক্ট। প্রজেক্টের সফল বাস্তবায়নে সকল পক্ষের সহযোগিতা কামনা করছি।
ফর্মসমূহ
১. দুধ-পানকারী শিশুর জন্য ফর্ম (অভিভাবক পূরণ করবেন)
২. দুধ-মা ফর্ম (দুধ-মা নিজে বা তার প্রতিনিধি পূরণ করবেন)
ছবি কৃতজ্ঞতা: iconicbestiary