পোস্টপার্টাম ডিপ্রেশনে মায়ের কী করনীয়?

ফুটফুটে একটা সন্তান প্রসব করেছেন, সবাই সেই বাবুকে নিয়ে উদ্বেলিত, কিন্তু মা কেন যেন আনন্দে অংশ নিতে পারছেন না! অথচ তিনি এই সময়ের কেন্দ্রে থাকার কথা!!

এটা কি Postpartum Depression (PPD) বা প্রসব পরবর্তী বিষন্নতার ক্লাসিক উদাহরণ? PPD আমাদের চারপাশে অহরহ ঘটে, তবে আমরা সেটা কতটা বুঝতে পারি সেটা প্রশ্নবিদ্ধ।

আপনি কনসিভ করেছেন, কিংবা প্লান করছেন
অথবা, আপনি গর্ভবতী একজন নারীর স্বামী, বা পরিবারের সদস্য

আপনার উচিত প্রসব পরবর্তী বিষন্নতা নিয়ে জানা এবং সেগুলোর চিহ্নগুলো বোঝা। প্রসবের পরে একজন মা'কে healing এ হেল্প করতে এটা নিয়ে জানা।

বিশ্ব দৌলা সপ্তাহ ২০২৫ এর "দেরীতে উদযাপন" এর অংশ হিসেবে মাতৃত্ব নিয়ে আসছে একাধিক ওয়েবিনার, বিনামূল্যে!

এই ওয়েবিনারে চাইল্ডবার্থ এডুকেটর ও ডুলা নাসরিন সুলতানা কথা বলেছেনঃ

  • PPD কী?
  • কেন হয়? কখন হয়?
  • তাত্ত্বিক আলোচনার বাইরে বাস্তব জীবনে PPD
  • মা কীভাবে স্টেপ নিবে?
  • PPD কী এড়ানো যায়?
  • নিজের জন্য বাঁচা

ওয়েবিনারের রেকর্ড কোর্স আকারে এখানে দেয়া আছে, নামমাত্র দামে এক্সেস করুন

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ এপ্রিল ১০, ২০২৫