পুশিং পজিশন নিয়ে কথা যে তথ্য সব প্রসুতি মায়ের জানা থাকা দরকার

স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রসবের জন্য একজন প্রসূতি মা কোন ভঙ্গিতে বা পজিশনে থেকে সন্তান প্রসবের চেষ্টা করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পজিশনে থেকে প্রসবের চেষ্টা করা যেমন প্রসবকে সহজ করতে পারে, তেমনি অপ্রাকৃতিক পজিশন একজন মায়ের জন্য পুরো লেবার এক্সপেরিয়েন্সকে কষ্টদায়ক করে ফেলতে পারে।

গর্ভাবস্থায় প্রিনেটাল জ্ঞান অর্জনের একটা অন্যতম অংশ হলো লেবার পজিশন সম্পর্কে জানা।

এই ভিডিওতে মাতৃত্বের চাইল্ড বার্থ এডুকেটর এবং দৌলা কাজী নাবিয়া সুলতানা কথা বলেছেন পুশিং পজিশন নিয়ে, এবং একটি সহজ স্টেপ শেয়ার করেছেন যাতে মায়েদের লেবার সহজ হয়। ভিডিওটি দেখুন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন

https://youtube.com/watch?v=96ALhNYLdO0%3Fsi%3D-cg1oat2b_I_Sigg
সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২৪