সন্তানকে সময় দিন: বাবাদের জন্য চমৎকার একটি পরামর্শমূলক ভিডিও

সন্তান পালন বা প্যারেন্টিং নিয়ে আলোচিত ফেসবুক ব্যক্তিত্ব শিবলী মেহেদীর চমৎকার একটি ভিডিও। এখানে তিনি বাবা হিসেবে তার মেয়েদের সাথে অভিজ্ঞতার কথা বলেছেন এবং বাবা হিসেবে আপনি আরো কি করতে পারেন সেটা নিয়ে বলেছেন। এবং সন্তানের কাছে থেকে এর পুরষ্কার কি হতে পারে তার প্রমাণও দিয়েছেন।

ভিডিও লিংকঃ https://www.facebook.com/watch/?v=10157540865070212

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ অক্টোবর ২৩, ২০১৬