ডেলিভারির সময় এগিয়ে এলে মায়েদের সবচেয়ে বেশি চিন্তা হয় যেটা নিয়ে, সেটা হলো ‘বেবির নেসেসিটিজ এর লিস্ট’! নিজের হাজার কনফিউশন, ক্যালকুলেশনের পর যে লিস্ট দাঁড় করিয়েছি এবং কিনেছি, সেটা শেয়ার করছি। যদি নতুন মায়েদের একটু হলেও হেল্প হয়!
লিস্টের সাথে মূল্য আর অন্যান্য বিস্তারিতও যথাসম্ভব এড করে দিচ্ছি। লেখাটি ২০২২ সালের মে মাসে লেখা, তাই এখানে লেখা দাম কম বেশি হতে পারে।
(যেগুলোর মূল্য পুরোপুরি মনে নেই, রিসিটটা দোকানেই ফেলে এসেছি প্রথমবার। কয়েকটা জিনিসের মূল্য সঠিক মনে নেই, সেগুলোর আনুমানিক প্রাইসটা লিখছি)
১। নিমা – ২০পিস (কটনগুলোর প্রাইস ২৫/- করে,আর মিক্সডগুলো ৮০/- এবং ১০০/- করে)
২। ন্যাপি – ২৪পিস (১৫/- পার পিস)
৩। কাঁথা – ১৩পিস (১০০/- পার পিস।বিভিন্ন প্রাইসের আছে।আমি দুই লেয়ারের,একদম সিম্পল নকশারগুলো নিয়েছি)
৪। ডায়াপার ব্যাগ – ৩সাইজের ৩পিস ব্যাগের একটা সেট, যার মধ্যে একটা ফিডিং বোতল কভার (৮৫০/-)
৫। ক্লথ ক্লিপ হ্যাংগার – ২৪পিসের হ্যাংগার (৩৫০/-)
৬। Pigeon নিপল শিল্ড – ১ প্যাক (৪৫০/-)
৭। 2 sided ইউরিন ম্যাট (দুই দিক থেকেই ইউজেবল। এক পাশ ওয়াটার প্রুফ। অন্যপাশ কোলে নেয়ার সময় র্যাপার হিসেবে ইউজ করার জন্যে) – ১পিস (১২০/- থেকে ১৮০/- এর মধ্যে ছিলো প্রাইসটা)
৮। ওয়াশক্লথ (ছোট্ট ছোট্ট রুমালের মতো পাতলা টাওয়েল) – ৮পিসের সেট (১২০/- প্রতি সেট)
৯। বিব (লালা মুছবার জন্যে) – ১টা (৫০/-)
১০। বেবি কেয়ার কিট (মেডিসিন খাওয়ানোর ড্রপার, নেইল কাটার, নেইল ফাইলার, নোজ ক্লিনার, নেইল সিজার, ইয়ার ক্লিনার, থার্মোমিটার, বেবি চিরুনি, বেবি হেয়ার ব্রাশ, টাং ক্লিনার) – ১ টা (৪৫০/- থেকে ৫৫০/- এর ভেতর ছিলো প্রাইস)
১১। Farlin এর ওয়াশেবল ব্রেস্ট প্যাড (এক্সেসিভ মিল্ক ফ্লো হলে বা বাইরে যাবার সময় কাজে দেবে এটা) – ৬পিসের বক্স (৩৫০/-)
১২। Pigeon কটন বলস (ওয়াইপ্সের বদলে কুসুম গরম পানি আর কটন বল দিয়ে ডায়াপার এরিয়া ক্লিন করার জন্যে) – ১০০ বলের প্যাকেট ১টা (১২০/-)
১৩। বেবি বাথ টাওয়েল – ১পিস(১২০/-)
১৪। ক্যাপ টাওয়েল – ২/১টা (হসপিটালের প্যাকেজে ইঙ্কলুডেড আছে বলে কিনিনি, তাই প্রাইসটা বলতে পারছিনা)
১৫। Neocare ওয়াইপস -১২০টা ওয়াইপ্সের প্যাক ১৭০/-
১৬। নার্সিং ব্রা – ৪টা (২৫০/- পার পিস)
১৭। ক্লথ বাস্কেট (বেবির ধোয়া কাপড়,ন্যাপি, কাঁথাগুলো একসাথে বেডে গুছিয়ে রাখার জন্যে) – ১টা (৩৫০/-)
১৮। বেবি ক্রিব (মশারি, সুইং করে এমন বেসিনেট, ২টা ম্যাট্রেস, নিচে কাপড় রাখার আলাদা কম্পার্টমেন্টসহ। হাইট এডজাস্টেবল + এক পাশের রেলিং আর অন্যদিকের পুরো পাশ প্রয়োজনে রিমুভেবল) – নতুনগুলো ১৫,০০০/- থেকে ২০,০০০/- এর মতো পড়ে টোটাল।
আমি রিসাইকেলড কিন্তু ফ্রেশ কন্ডিশনের নিয়েছি ৪,৫০০/- দিয়ে (নিজের লাক নিজেই বিশ্বাস করতে পারতেছিনা ভাই!)
দোলনা না কেনাটা প্রেফারেবল। দোলনাতে রাখলে বেবি ডিটাচড ফীল করে, যেহেতু বেডের সাথে এটাচ করা যায়না+মায়েরও হ্যাসেল বারবার উঠে যেয়ে বেবিকে ফীড করা, কনসোল করা। আর বেশিদিন ইউজও করা যায়না। বছরেরও কম সময় ইউজ করা যায়।
ক্রিব ইউজ করা যায় বছর চারেক অবধি। মানে, বেবিকে তার নিজের রুমে শিফট করা অবধি এই এক ক্রিব দিয়েই চলে যাবে।
১৯। স্ট্রলার (C3 গুলো বেটার তাদের জন্য যারা একা বেবি হ্যান্ডেল করেন। বেবিকে স্ট্রলারে শুইয়ে সব কাজ করা যাবে নিউবর্ন স্টেজ থেকেই। সুইং সিস্টেমও আছে। বসানোর সিস্টেম তো আছেই। আর বাইরে গেলে স্ট্রলার হিসেবেই ইউজ করা যাচ্ছে। আর সাথে পিঁচকু ফিডিং টেবিলও এটাচ থাকে) নতুনগুলো মোটামুটি ৬,৫০০/- থেকে ৭০০০/- এর ভেতরে পাওয়া যাবে।
আমি ফ্রেশ কন্ডিশনের একটা রিসাইকেলড নিয়েছি ২৮০০/- দিয়ে (এটাও লাক ভাই )
২০। নার্সিং পিলো (এইটা মাস্ট হ্যাভ!!! বেবিকে শুইয়ে ফীড করা নৈব নৈব চ!….বসে ফীড করানো আর সঠিক পজিশনে ফীড করানোর জন্যে সবচেয়ে আরামদায়ক জিনিস এই পিলোটা। সাথে একটা বাবু পিলো দেয় কমপ্লিমেন্টারি, হুদ্দাই! বেবিদের প্রথম এক বছর বালিশ ছাড়া শোয়ানোটা রিকমেন্ডেড) – ৪৫০/-
২১। ফিডিং বোতল (গ্লাসেরটা অতি অবশ্যই।প্লাস্টিক একদম না!) ,পাম্পার-চাইলে কিনে রাখতে পারেন। আমি কিনিনি, দরকার হবে কিনা বুঝতে পারছিনা দেখে।
২২। ডায়াপার- বেবির কোনটা স্যুট করে সেটা দেখে নেবেন অবশ্যই। আমি নিওকেয়ারটা ইউজ করতে চাচ্ছি।হস্পিটালেও নিওকেয়ারটা দেবে, তাই কিনিনি, স্যুট করে কিনা দেখার জন্যে। শুরুতে ছোট প্যাকই নেবেন, যদি স্যুট না করে, তাহলে কম গচ্চা যাবে আর কি!
২৩। বেবি বাথার (একা গোসল করানোর জন্যে বেস্ট!) নতুন ১৫০০/- করে পড়বে। আমি ইহাও ভাগ্যগুণে ৪০০/- তে পেয়ে গেছি একদম ফ্রেশ কন্ডিশনের
২৪। বেবি ক্যারিয়ার (বেবি আর মা/বাবার কমফোর্টের জন্যে মাস্ট হ্যাভ) – ৬ পজিশনেরটা নিয়েছি। মার্কেটপ্রাইস ৮৫০/-, আমি ইহাও ৪০০/- তে পেয়ে গেছি ফ্রেশ ফ্রেশ
২৫। স্যানিটাইজার – বাইরের কেউ এসে ছানাকে ধরার আগে অতি অবশ্যই এই বস্তু ব্যবহার করা মাস্ট
২৬। অয়েল, ন্যাপি ক্রিম, সুডোক্রিম (ডায়াপার এরিয়ার জন্যে)
২৭। ফ্লাস্ক (ডায়াপার এরিয়া ক্লিন করার জন্যে ফ্লাস্কে গরম পানি রাখা লাগবে)
২৮। শেভার (৩পিসের সেট-টা আমি যদিও প্রাইভেট এরিয়ার জন্যে নিয়েছিলাম, কিন্তু এতো সেইফ আর হ্যান্ডি…..বেবির প্রথম মাথা মুড়োনোর জন্যে এটাই বেস্ট মনে হয়েছে আমার। কারো লাগলে ইনবক্স করবেন, পেইজ লিংকটা দিয়ে দেবো)
২৯। হাতমোজা (শীত হোক, গরম হোক,এটা লাগবেই। নাহলে নিজের নখ দিয়েই নিজেকে নিজে আঁচড়ে ভূতু বানিয়ে ফেলবে) – ২সেট (২সেট একসাথে ১২০/-)
৩০। সোয়াডল র্যাপার (এটা আপনার যেকোনো নরম ওড়না কাপড়ের টুকরো দিয়েও করতে পারেন,স্কয়ার শেপে কেটে নিয়ে। সোয়াডল করলে বেবির ঘুমটা আরামের হয়, কমফোর্টও পায়)
৩১। একটা ম্যারি গো রাউন্ড – কেনা হয়নি এখনো। কিনবো প্রাইস জানিনা এখনো। বেবির কটের ওপর দিলে, বেবি এংগেজড থাকে।
৩২। নার্সিং কুর্তি/কাফতান/জামা/টপ – বেবিকে ফীড করানোর জন্যে সামনে বাটন (চেইন হলে বেবির ব্যথা পাবার চান্স থেকে যায়) – ওয়ালা কটন জামা নিজের কমফোর্ট অনুযায়ী বানিয়ে নেবেন কয়েকটা, কিংবা কিনে নেবেন। ২বছরের জন্যে কাজে লাগবে
আর বাজেট বেশি থাকলে অনলাইনে অর্ডার করতে পারেন বা নিউমার্কেট থেকে নিতে পারেন, দুই পাশে চেইনসহ কুর্তিগুলো।পরার পর চেইনগুলো দেখা যায়না, কিন্তু ফ্যাশনেবল।
নিউমার্কেটে ৭০০/- এর মধ্যে পাবেন। আর অনলাইনে অর্ডার করলে কাস্টমাইজড করে অনেক বেশি ঘেরসহ,বেটার কোয়ালিটি আর বেটার লুকিং পাবেন, ১৫০০/- থেকে ২০০০/- এর ভেতরে।
৩৩। স্যানিটারি প্যাডস – সফটেক্স বেটার যতদুর শুনেছি. নিজে ব্যবহার করা হয়নি বলে কনফার্ম বলতে পারছিনা।
মোটের উপর, এই হচ্ছে লিস্টি! কিছু মিস যেয়ে থাকলে পরে এড করে দেবো ইনশাআল্লাহ।
বেবি আসবার পর কি কি প্রয়োজন হয় আর হসপিটাল ব্যাগে কি কি নিতে হয়, সেটা জানতে এই লেখাটা দেখতে পারেন।
আমার এবং আমার ছানার জন্যে দুআ করবেন
সব উড বি মম এবং তাদের ছানাদের জন্যে দুআ রইলো
ধৈর্য্য ধরে পড়ার জন্যে,জাযাকিল্লাহ খাইরন