মিনি বার্থ ক্লাসঃ এপ্রিল ২০২৫

📣 মিনি বার্থ ক্লাস - একদম বিনামূল্যে

স্বাভাবিক প্রসব হোক সহজ, নিরাপদ ও সুন্দর। এখনকার সময়ের সিজারিয়ানের ভীড়ে অনেক মায়েরা স্বাভাবিক প্রসব প্রত্যাশা করেন।

নিরাপদ স্বাভাবিক প্রসবের জন্য যেমন গোটা প্রেগন্যান্সীতে প্রস্তুতির দরকার পড়ে, তেমনি প্রসব সহজ হওয়ার জন্য ও প্রসব অভিজ্ঞতা সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ নেয়ার দরকার। স্রেফ জানা না থাকার কারনে, স্বাভাবিক প্রসবেও মায়েরা বেশ কষ্ট পান, যা কিনা এড়ানো সম্ভব একটু চেষ্টা থাকলে।

সহজ কিন্তু কার্যকরী টিপস নিয়ে মাতৃত্ব থেকে আমরা আয়োজন করছি মিনি বার্থ ক্লাসের।

👉 মিনি বার্থ ক্লাস থেকে যা পাবেন?

  • নিরাপদ স্বাভাবিক প্রসবের ধারণা
  • সহজ কিন্তু কার্যকরী টিপস
  • প্রসব সহজ হওয়ার জন্য ও প্রসব অভিজ্ঞতা সুন্দর করার জন্য কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা
  • মাতৃত্ব’র প্রিনেটাল ক্লাস আপনার জন্য দরকারি কি না সেটার সিদ্ধান্ত নিতে পারা

👉 কখন?

১৯ এপ্রিল শনিবার, সন্ধ্যা ৭টায়

👉 কথা বলবেন

আফিফা রায়হানা
কোর্স কো-অর্ডিনেটর, মাতৃত্ব প্রিনেটাল কোর্স
চাইল্ড বার্থ এডুকেটর এবং দৌলা ( আমানিবার্থ ইউএসএ)
MBA (ঢাকা বিশ্ববিদ্যালয়) মাস্টার্স ইন এডুকেশনাল সাইকোলজি (ম্যাকগিল ইউনিভার্সিটি, কানাডা)

👉 ক্লাস রেকর্ড থাকবে?

জ্বী, তবে সেটা বিনামূল্যে নয়। প্রতীকি দাম পরিশোধ করে লাইফটাইম এক্সেস নিতে হবে। ক্লাসের পর ইমেইল এসংক্রান্ত আপডেট যাবে

👉 কোথায়?

গুগল মিট (অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে)

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ এপ্রিল ১৯, ২০২৫