মাতৃত্ব-matritto

মাতৃত্ব ডট কম বাংলা ভাষায় মাতৃত্ব, গর্ভধারণ ও শিশুপালন সংক্রান্ত তথ্যভান্ডার ও সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা বাংলাভাষী মা-বাবাদের প্রাথমিক তথ্যের উৎসে পরিণত হবার লক্ষ্যে প্রতিদিন এমন সব কন্টেন্ট যোগ করছি, যা মা-বাবাদের প্রতিদিনকার জীবন সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে পারবে।

মাতৃত্ব মূলত একটি সামাজিক ব্যবসায় উদ্যোগ, যার মূল লক্ষ্য মা-বাবাদের মাতৃত্ব, গর্ভধারণ ও শিশুপালন সংক্রান্ত তথ্যের প্রাথমিক উৎসে পরিণত হওয়া এবং তাদের জীবনে কার্যকরী উপকারী ভূমিকা রাখা। এই প্রক্রিয়ায় মাতৃত্ব নিজস্ব পরিচালনা ব্যয় নির্বাহ করার জন্য বিজ্ঞাপন, স্পন্সরড লেখা, অনুমোদন (Endorsement) সহ বিভিন্ন প্রকার আয়বর্ধক কর্মকান্ডে যুক্ত হতে পারে, তবে আয় বা মুনাফা সর্বাধিকীকরণ কখনোই মাতৃত্বের প্রধান লক্ষ্যে পরিণত হবে না।

মাতৃত্ব মূলত থিংকপুল ডট নেট‘র একটি সামাজিক উদ্যোগ, তবে এর নিজস্ব সম্পাদকীয় ও পরিচালনা নীতি বিদ্যমান। মাতৃত্ব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় আছে। আমাদের ফেসবুকে, টুইটার অনুসরণ করতে পারেন এবং আরো জানতে চাইলে আমাদের মেইল করুন info@matritto.com ঠিকানায়।

মাতৃত্ব টীম

ইসরাত জাহান

প্রতিষ্ঠাতা ও সঞ্চালক, মাতৃত্ব

আফিফা রায়হানা

কো-ফাউন্ডার ও স্পেশালিস্ট

নেজাম উদ্দীন

কো-ফাউন্ডার (টেকনোলজি)