সামিয়া বেশ অবাক হয়ে শুনলো মানুষ এখন নাকি ঈদের শপিং রমজানের আগেই করে ফেলে। নিজের শৈশবের কথা মনে পড়লো তার। রোজার শেষ দশ দিনে বেশ কয়েকবার বাবা মা’র সাথে মার্কেটে যাওয়া হতো।
পুরো বছর যেন অপেক্ষা করে থাকতো এই শপিং অভিজ্ঞতার জন্য। রমজানের এই সময়ে মার্কেট জমজমাট থাকে, ভাল লাগে তাই। তবে এসময়ে শপিংএ বাজে অভিজ্ঞতা যে নেই তা না!
তার বান্ধবী জানালো যারা রমজানের ফজিলত ঠিক মতো পেতে চায়, তারা এসময় মার্কেটে যাওয়া এভয়েড করে। তার এই বান্ধবীটা বেশ সহজ সরল। অনেকদিন বাদে আজ তার সাথে আলাপ হচ্ছিল মেসেঞ্জারে। তার কথা শুনে চমৎকৃত হচ্ছিলো।
“বুঝলি, কোভিডের সময় তো প্রচুর ফেসবুকে সময় কাটাতাম। রমজানের আগে মাতৃত্ব নামের একটা পেইজ থেকে একটা লাইভ হয় সেটায় ওই পেইজের এডমিন দুই আপু কথা বলেন রমজানে মায়েরা কীভাবে কি করলে রোজা ঠিক মতো রাখা যাবে, আবার সংসারের কাজও গোছানো রাখা যায়।”
“ভাল তো! আমাকে পেইজের লিংকটা দিস”
“আমি তোকে অই লাইভের লিংকটাই দিব। দেখিস কাজে লাগবে, আর ক’দিন বাদেই তো রোজা..”
এরপর এটা সেটা বলে তাদের আলাপ সেদিনের মতো শেষ। সময় করে ভিডিওটা দেখতে বসে সে।
দেখার মাঝে বেশ কয়েকবার হো হো করে হেসে ফেললো সে! স্ট্রিমিং এর মাঝখানে টেকিনিকাল জটিলতায় পড়ে এক আপু তার হাসব্যান্ডকে “এই শুনছো” বলে ডাকছে আর আকডুম বাগডুম বলছে ….
তবে পুরো ভিডিও দেখে সে চমৎকৃত। দারুন সব সাজেশান পেলো সে। ভিডিওর কমেন্ট সেকশানে পুরো আলোচনার লিখিত পোস্ট পেয়ে সেটাও পড়লো।
কৌতুহলী হয়ে সে পেইজের বিভিন্ন কাজ দেখতে লাগলো সে। এবং ততোধিক দারুণ খবর পেল।
আগামি ১৯ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় মাতৃত্ব “গৃহিনীর রমজান পরিকল্পনা” নামে একটা সেশন আয়োজন করতে যাচ্ছে।

সেশনে থাকছেঃ
- একক পরিবারে #রমজান প্রস্তুতি
- প্রাক-রমজান প্রস্তুতি
- ঈদ শপিং
- প্রিমেইড খাবার ব্যবস্থাপনা
- মেহমান/ইফতারের দাওয়াত
- খরচ/বাজেট ম্যানেজমেন্ট
- সময় ব্যবস্থাপনা
- প্রোডাক্টিভিটি ইবুক
- ঈদ প্রস্তুতি
সেশনের অংশগ্রহণের ফী মাত্র ১৫০ টাকা। আর থাকবে লাইফটাইম রেকর্ড এক্সেস।
রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুনঃ https://m.me/matritto
চমৎকৃত সামিয়া তখনই Matritto – মাতৃত্ব পেইজে নক করে নিজের সিট বুক করলো।
সামিয়া ভাবছে, এবারের রমজানটা ভিন্নরকম হতে যাচ্ছে!
You must be logged in to post a comment.