গর্ভধারণ, প্রসব এবং এরপরে সন্তান লালন পালনে সফল হতে চাইলে এসব বিষয়ে যথাযথ পড়াশুনা অত্যন্ত জরুরী। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে যেকোন বিষয়ের তথ্য আমাদের হাতের নাগালে। তাই এসব বিষয়ে জানাশুনা বেশ সহজ। গর্ভধারণ, প্রসব এবং সন্তান লালন বিষয়ে ইন্টারনেটে ইংরেজিতে এত বেশি পরিমাণ আর্টিকেল, ভিডিও আছে যা কারো পক্ষে দেখে/পড়ে শেষ করা অসম্ভব। বাংলায়ও এবিষয়ে রিসোর্সের পরিমাণ বাড়ছে।

তথ্যের এই সুবিশাল ডিজিটাল ভান্ডার কিন্তু এনালগ বইয়ের গুরুত্ব একটুও কমিয়ে দিতে পারেনি। বরং বইয়ের আবেদনের জায়গাটি একটু ভিন্ন। অনেকের কাছে হাতে নিয়ে পড়াটা এখনো গুরুত্বপূর্ণ। অনেকে ইন্টারনেটের তথ্যে নির্ভরতা খুঁজে পান না, বা খুঁজতে গিয়ে খেই হারিয়ে ফেলা অস্বাভাবিকও না।

woman reading book, নারী বই পড়ছে

মাতৃত্ব’র পাঠকদের আগ্রহের কথা বিবেচনা করে এখানে আমরা গর্ভধারণ, প্রসব ও এর পরবর্তী অবস্থা নিয়ে ০৭টি এবং শিশুপালন ও পরিচর্যা বিষয়ে আরো ০৭টি বইয়ের তালিকা করছি। প্রযুক্তির কল্যাণে আপনি ঘরে বসেই এসব বই কিনতে পারবেন। এখানে যদিও অনলাইনে কেনার লিংক যুক্ত করেছি, তবুও পরামর্শ থাকবে আপনি নিজেই খুঁজে দেখুন। কারণ অনলাইন সাইটভেদে একই বইয়ের দামে বেশ পার্থক্য থাকে (যেমন রকমারি’তে দাম ওয়াফিলাইফের চেয়ে বেশি)।

তালিকা করার ক্ষেত্রে আমরা বিশেষ কোন পদ্ধতি অবলম্বন করিনি। বরং বাজারের সর্বাধিক বিক্রিত/পঠিত বইগুলোকে তুলে এনেছি। এই তালিকার বাইরেও যদি কোন বই আপনার বিশেষ উপকারে এসে থাকে এবং আপনি সেটা অন্যদের সাথে শেয়ার করে নিতে চান, তবে মন্তব্যের ঘরে আপনাকে স্বাগতম। আমরা এই তালিকা ক্রমগাত হালানাগাদ করার আশা রাখি।

গর্ভধারণ সংক্রান্ত

১. গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা
লেখক: ডা. সানজিদা পারভীন 
প্রকাশনী: ঝিনুক প্রকাশনী 
অনলাইন লিংক: রকমারি

২. প্রসূতি ও প্রসব (হার্ডকভার)
লেখক: অধ্যাপক ডা. সাহানারা চৌধুরী, ডা. জাহিদ মনজুর
প্রকাশনী: প্রথমা প্রকাশন
অনলাইন লিংক: রকমারি

৩. গর্ভবতীর এ টু জেড
লেখক: ডা. সজল আশফাক 
প্রকাশনী: অন্যপ্রকাশ 
অনলাইন লিংক: রকমারি

৪. মা হওয়ার আগে ও পরে
লেখক: অধ্যাপক এম আনোয়ার হোসেন
প্রকাশনী: অন্বেষা প্রকাশন 
অনলাইন লিংক: রকমারি

৫. গর্ভবতী মা: প্রসূতি, নবজাতক ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা (হার্ডকভার)
লেখক: লে. কর্নেল ডা. নাজমা বেগম নাজু
প্রকাশনী: এশিয়া পাবলিকেশন্স 
অনলাইন লিংক: রকমারি

৬. আপনি কি মা হতে চলেছেন
লেখক: সাদিয়া আমের দেওয়ান
অনুবাদ: সাদিয়া সুলতানা সাকী
প্রকশনী: মাকতাবাতুল হামীদ
অনলাইন লিংক: ওয়াফিলাইফ

৭. আমানি বার্থ
লেখক: আইশা আল হাজ্জার
প্রকাশনী: বইটি বর্তমানে অনলাইন রিডিং এর জন্য পাওয়া যাচ্ছে
অনলাইন লিংক: Flipsnack

শিশু পালন সংক্রান্ত

১. শিশুর যত্ন এ টু জেড (হার্ডকভার)
লেখক: ডা. সজল আশফাক
প্রকাশনী: কথাপ্রকাশ 
অনলাইন লিংক: রকমারি

২. আপনার শিশুর যত্ন সমস্যা ও সমাধান (হার্ডকভার)
লেখক: ডা. এম মনির হোসেন
প্রকাশনী: সৃজনী 
অনলাইন শপ: রকমারি 

৩. সন্তান স্বপ্নের পরিচর্যা
লেখক : মির্জা ইয়াওয়ার বেইগ
প্রকাশনী : সিয়ান পাবলিকেশন
অনলাইন শপ: ওয়াফিলাইফ

৪. প্যারেন্টিং
লেখক: আমির জামান, নাজমা জামান
প্রকাশনী : Institute of Family Development
অনলাইন লিংক: ওয়াফিলাইফ 

৫. স্মার্ট প্যারেন্টিং উইথ মুহাম্মাদ (সা)
লেখক : মাসুদ শরীফ
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
অনলাইন লিংক: ওয়াফিলাইফ

৬. শিশুমনে ঈমানের পরিচর্যা
লেখক : ড. আইশা হামদান
অনুবাদ: আবু আবদুল্লাহ
প্রকাশনী : সমর্পণ প্রকাশনী
অনলাইন লিংক: ওয়াফিলাইফ

৭. আপনি যখন মা
লেখক : দুআ রউফ শাহীন
অনুবাদ: মাসুদ শরীফ
প্রকাশনী : হুদহুদ প্রকাশন
অনলাইন লিংক: রকমারি

ছবি কৃতজ্ঞতা: ফ্রিপিক

লেখাটি কি আপনার উপকারে এসেছে?
হ্যানা