‘মা হওয়ার আগে মেয়েদের নিউট্রিশন’ কোর্সের বিস্তারিত

মিনা-রাজু কার্টুনের মতো কিশোরী মেয়েটিকে খাবারের ভাগ কম দেয়ার চল এখনও আছে কিছু পরিবারে। অন্যদিকে, এই বেড়াজাল থেকে বেড়িয়ে আসা পরিবারগুলোতে প্রায়শই দেখা যায় আহলাদ করে সন্তানকে শুধু পছন্দের খাবার খেতে দেয়ার চল। কলেজ, ভার্সিটি পড়ুয়াদের একটা উল্লেখযোগ্য অংশ রুচিমাফিক খেয়ে থাকে, অনেকেই অস্বাস্থ্যকর উপায়ে স্লিম থাকার প্রচেষ্টায় রত। এছাড়াও প্রেগন্যান্সী গ্রুপগুলোতে প্রায়ই দেখা যায় সন্তান জন্ম পরবর্তী মারাত্মক শারীরিক ক্লান্তি থেকে শুরু করে হাত, পা, কোমর ব্যথা, রক্তস্বল্পতার বর্ণনা।

কখনো কী ভেবেছেন কিশোরী বয়স থেকে মা হওয়ার আগ পর্যন্ত শরীরকে প্রয়োজনীয় পুষ্টি না দিলে প্রেগন্যান্সী ও প্রেগন্যান্সী পরবর্তী জীবনটা কিভাবে স্বাস্থ্যবান ও হাসিখুশি হওয়া সম্ভব?

এদিকে এখনও গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ, প্রিম্যাচিউর বেবী হওয়ার ঘটনা অহরহ ঘটে চলেছে। সেই সাথে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, হাইপোথাইরয়েড, PCOS আজকের দিনে অন্যতম সমস্যা। আবার অনেকের সন্তান হলেও নানারকম শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে জন্ম নিচ্ছে।

এতসব সমস্যার অনেক গুলো কারণের মধ্যে অন্যতম কারণটি হল- সঠিক নিউট্রিশন বা পুষ্টির অভাব। এ নিউট্রিশন যে শুধুমাত্র প্রেগন্যান্সিকালীন তা না, প্রেগন্যান্সির আগেরও। এজন্যই মা হওয়ার আগেই মেয়েদের সচতন করার উদ্দেশ্যে এই কোর্স নিচ্ছেন মাতৃত্বে প্রকাশিত মেয়েদের পুষ্টি নিয়ে জনপ্রিয় লেখাগুলোর লেখিকা পুষ্টিবিদ ফারিহা মুশাররাত

কোর্সটি কাদের জন্য?

  • সন্তান নিতে ইচ্ছুক নারী
  • অবিবাহিত যুবতী, তরুণী
  • বয়ঃসন্ধিতে উপনীত কিশোরী
  • কিশোরীদের মা

কোর্স ফী: ২০০ টাকা

সূচীপত্র
১. প্রেগন্যান্সির আগে নিউট্রিশন কেন জরুরি? (ভিডিও / আর্টিকেল)
• কি করে প্রেগন্যান্সিতে প্রভাব ফেলতে পারে
• মা ও সন্তানের ভবিষ্যত কি করে নির্ধারণ করে

২. সঠিক নিউট্রিশন কি করে নিশ্চিত করা যায়? (ভিডিও / আর্টিকেল)
• ওজন নিয়ন্ত্রণ
• ‎ব্যালান্সড ডায়েট খাওয়া
• ‎স্বাস্থ্যকর জীবনযাপন

৩. এ সময়ে সাপ্লিমেন্ট কতটা জরুরি? (ভিডিও / আর্টিকেল)
• সাপ্লিমেন্টের ভালো মন্দ
• ‎কিছু প্রাকৃতিক উৎস

৪. কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে? (ভিডিও / আর্টিকেল)
• ওজন কমাতে ক্র্যাশ ডায়েট
• ‎ডিপ্রেশন ও অন্যান্য মানসিক সমস্যা
• ‎হরমোনাল ইমব্যালান্স ইত্যাদি

৫. প্রশ্নোত্তর পর্ব (ভিডিও)

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

এটা মূলত আপনার উপর নির্ভর করে। কোর্সের সব ভিডিও ও আর্টিকেল মাতৃত্ব সাইটে লগিন করার মাধ্যমে আপনি দেখতে পাবেন। এনরোল করার ফলে আপনি কোর্সের বিষয়বস্তুতে লাইফটাইম এক্সেস পাচ্ছেন। তাই নিশ্চিন্ত থাকুন 🙂

হ্যা, আমরা নিয়মিতভাবে কোর্সটি হালনাগাদ করার ইচ্ছা রাখি। এটা দুভাবে হতে পারে-

১. বিদ্যমান কন্টেন্টকে আরো সুন্দর ও সুবিন্যস্ত করা ২. নতুন কন্টেন্ট যুক্ত করা, যাতে আপনি বিষয়বস্তুর উপর আরো জোরালো ধারনা পান।
তবে খেয়াল করুন, আমরা এখানে কোর্স আপডেটের কোন নিশ্চয়তা দিচ্ছি না, বরং আমাদের কমিটমেন্টের বিষয়ে ধারণা দিচ্ছি।

আপনার জিজ্ঞাসাকে স্বাগত জানাই। দয়া করে আমাদের ফেসবুক পাতায়, বা সাইটের যোগাযোগের পাতায় আমাদের বিস্তারিত জানান। আপনার জিজ্ঞাসা/পরামর্শ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখাটি কি আপনার উপকারে এসেছে?
হ্যানা