গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহ

গর্ভধারণের ষষ্ঠ সপ্তাহে হজমে সমস্যা, বমিভাব, ঘনঘন প্রস্রাব, ক্লান্তি, স্তনের পরিবর্তনের মতো শারীরিক উপসর্গ দেখা যাবে। মা’র শরীরের বাচ্চার ভ্রুণটিও দ্রুত গঠিত হতে থাকে। এসময় মর্নিং সিকনেস এড়াতে পেট খালি রাখবেন না এবং হালকা খাবার খান। বমি বেশি হলে বা প্রস্রাবে সংক্রমণ দেখা দিলে ডাক্তার দেখান।

বিস্তারিত