সিরিজ ইনডেক্স
১. হোমস্কুলিং এর ভালমন্দ
২. আমার হোমস্কুলিং এর আদ্যোপান্ত – প্রথম পর্ব
৩. হোমস্কুলিং ও ইসলাম শিক্ষা
৪. হোমস্কুলিং ও আউটডোর ট্রিপ
৫. হোমস্কুলিংঃ করণীয় ও বর্জণীয়
৬. হোমস্কুলিংঃ অক্ষর শেখানো
৭. হোমস্কুলিং কারিকুলাম যেভাবে তৈরি করবেন?
যারা দুই তিন বছরের বাবুদের অক্ষর শিখানো নিয়ে আমার মত যুদ্ধ করছেন, রিসেন্টলি একটা কাজ করার পর থেকে আমার পিচ্চির মনোযোগ অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ।

ছবির মত করে ফ্ল্যাশকার্ড বক্স আর বড় বড় ফ্ল্যাশকার্ড বানিয়ে দিয়েছি, নতুন জিনিস কোন বাচ্চা না ভালোবাসে? কয়েকবার নতুন জিনিস পেয়ে খুব আগ্রহ করে আমার সাথে পড়েছে। অনেকগুলো নতুন অক্ষরও শিখেছে।
আগ্রহে ভাটা পড়ার আগেই এই পুরো জিনিসটাকে আমি খেলা বানিয়ে দিয়েছি। খেলাটা হলো, ও চোখ বন্ধ করে একটা র্যান্ডম ফ্ল্যাশকার্ড তুলবে বক্স থেকে, এরপর অক্ষরটার নাম বলতে হবে। এটাতে এত মজা পেয়েছে আলহামদুলিল্লাহ যে আনন্দে চিৎকার করে উঠছিল কিছুক্ষণ পর পর খেলার মাঝেই। আগে অক্ষর বলা নিয়ে বেশ জ্বালাতো, চেনা জানা অক্ষরও জাস্ট আলসেমী করে বলতে চাইতো না।
এই খেলা, হার জিতের ব্যপার আসার পর থেকে দুষ্টামি অনেক কমেছে আলহামদুলিল্লাহ, এখন খেলায় ভালো করার স্বার্থে সিরিয়াসলি অক্ষরগুলো মনে রাখার চেষ্টা করে। একদিনে যে উন্নতি আলহামদুলিল্লাহ, এটা আমার কল্পনাতীত ছিল।
প্রিয় পাঠক, আপনি যদি এই ট্রিকস কাজে লাগান, ফীডব্যাক জানাতে ভুলবেন না যেন!
সম্পাদনা: হাবিবা মুবাশ্বেরা
You must be logged in to post a comment.