edema-affected-feet

বাচ্চা হয়েছে কয়েকদিন হলো। এরমাঝে আমার দুই পা ফুলে একাকার। এটা কি এমনিই চলে যাবে?

গর্ভাবস্থার শেষ কয়েকমাসে আপনার শরীরে জমা অতিরিক্ত তরল এই পা ফোলার কারণ। তবে চিন্তিত হবেন না, এই পা ফোলা কয়েকদিনের মাঝেই চলে যাবে। আপনার শরীরেই এই অতিরিক্ত পানি কমিয়ে ফেলার ব্যবস্থা আছে।

মুলত শরীরের কিডনি এই অতিরিক্ত পানি কমানোর দায়িত্বে নিয়োজিত। এর আরেক অর্থ হলো, এসময় আপনি স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করবেন এবং অধিক ঘামবেন।

এটা কি সিরিয়াস কিছু?

এটা সিরিয়াস কিছু হবার সম্ভাবনা খুবই কম এবং নিজ থেকেই চলে যায়। তবুও যদি ৭ থেকে ১০ দিনের মাঝে যদি পা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে এবং আপনার বেশ মাথা ব্যথা বা পা ব্যথা হয়, তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সম্ভবত আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন।

এছাড়া যদি এই পা ফোলা শুধু এক পায়ে বা পায়ের পাতায় হয় এবং খুব মারাত্মক ব্যাথা বোধ করেন, তবে এটা ডিভিটি (Deep Vein Thrombosis) নামে এক ধরণের রক্তচাপের লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রেও অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

লেখাটি রিভিউ করেছেন –

ডাঃ সাবেরা সাঈদা খান
M.B.B.S (DU), MPH (Reproductive & Child Health)(NIPSOM),
Diploma in Ultrasonogram
Lecturer, Ibn Sina Medical College
Consultant Sonologist, Trust Medical Care

লেখাটি কি আপনার উপকারে এসেছে?
হ্যানা