হোমস্কুলিং ওয়েবিনার - ফারিহা আমাতুর রহমান

মূল আলোচনা (১ঘন্টা ১০ মিনিট)

 

ওয়েবিনারে হোমস্কুলিং প্রাকটিশনার ফারিহা আমাতুর রহমান হোমস্কুলিং কী, এর সুবিধাসমূহ, হোমস্কুলিং এর জনপ্রিয় পদ্ধতিসমূহ, বিভিন্ন বয়সে শিক্ষার লক্ষ্য নিয়ে সাধারণভাবে আলোচনা করেছেন। এছাড়াও আলোচনায় উঠে এসেছে শৈশবের হোমস্কুলিং, প্রকৃতির নিবিড় সান্নিধ্য, হোমস্কুলড শিশুদের সামাজিকীকরণ, অভ্যাস গঠন, ভাষা শিখন, কল্পনা শক্তির বিকাশ, কৈশোরে হোমস্কুলিং ও পরিশেষে অভিভাবক কিভাবে নিজেকে হোমস্কুলিং করানোর জন্য তৈরি করবেন এই সকল গুরুত্বপূর্ণ বিষয়।

এই ওয়েবিনার নিয়ে সেশনে অংশগ্রহণকারী জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেছেন: "এত্ত ভালো লেগেছে! আলহামদুলিল্লাহ আমার অনেক প্রশ্নের উত্তর পেয়েছি❤️"

উম্মে উনাইসা বলেন যে উনি ওয়েবিনার থেকে বুঝতে পেরেছেন, "শুরু করার আগে মাকে আগে প্রস্তুতি নিতে হবে!"

ইসরাত জাহান ইনু বলেন, "হোমস্কুলিং মাকে সত্যিকার অর্থে প্যারেন্ট-টিচার হয়ে ওঠার জন্য সময় ও শ্রম দিতে হবে, এটাই আমার টেইকএওয়ে।"

এই তথ্যবহুল ও প্রাণবন্ত আলোচনা শোনার জন্য আপনিও স্বাগতম!

টিপস: ভিডিওটি ভালভাবে দেখতে ফোন রোটেট করে আড়াআড়ি করে ধরুন।

বি. দ্র.: আপনি যদি হোমস্কুলিং করানো অভিভাবক হন বা এই রেকর্ডেড সেশন দেখার পর হোমস্কুলিং-এ আগ্রহ বোধ করেন তাহলে ফেসবুকে Matritto homeschooling support group for mothers -এ যোগ দিতে পারেন। গ্রুপটি হোমস্কুলিং নিয়ে রিসোর্স শেয়ার ও প্রশ্ন, অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তৈরি।

প্রশ্নোত্তর পর্ব (১ঘন্টা ০২ মিনিট)

 

টিপস: ভিডিও ভালভাবে দেখতে ফোন রোটেট করে আড়াআড়ি করে ধরুন।

সর্বশেষ হালনাগাদ করা হয়েছেঃ ডিসেম্বর ২৬, ২০২০